Home

অপেক্ষার অবসান হয়, অধবা'য় হতে হয়। এলোমেলো কিছু মূহুর্তের টানাপোড়েন পেরিয়ে আরেকটি সংখ্যা নিয়ে, প্রত্যাশার কাশফুলীয় রঙে সেজে ওঠে বর্ণমালার সামিয়ানা। পথে নেমে গন্তব্য জেনে নেয় কিছুটা দেরি করার অনিচ্ছুক অজুহাত। তবুও 'অথবা' শারদীয় উৎসবের রঙে আবারও তুমুল করে ফেরার জানান দিয়ে যায়।

হলদে রঙের স্মৃতির ঢেউ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমলিন কন্ঠে ঘুম জাগানিয়া ভোর এঁকে দেয়। স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকা সেই সব মূহুর্ত এখন মুঠোফোনবন্দী। সেই চলার পথে পত্রিকাও এখন অন্তর্জালেই। আমাদের 'অথবা'ও।


চেনা, অ-চেনা অনেক লেখকের লেখাতেই সেজে উঠেছে আমাদের এবারের গদ্য সংখ্যা। সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। ভুল-ত্রুটি থাকতেই পারে, সেসব নিয়ে এগিয়ে চলার সংকল্পবদ্ধ হয়ে সবাইকে জানাই শারদীয় উৎসবের শুভেচ্ছা।



অথবা
অহনা  -  আজিজুল

আজিজুল সেখ

অহনা সরকার

Design a site like this with WordPress.com
শুরু করুন